আন্তর্জাতিক গ্রন্থস্বত্ব ফোরাম চীনে অনুষ্ঠিত
2022-11-11 14:38:12

নভেম্বর ১১: গতকাল (বৃহস্পতিবার) চীনের চিয়াংসি প্রদেশের চিত্যচেন শহরে শুরু হয়েছে দুইদিনব্যাপী আন্তর্জাতিক গ্রন্থস্বত্ব ফোরাম।

 

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির প্রচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং চিয়ান ছুন ফোরামে বলেছেন, সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এবং চীনা জাতির মহান পুনরুত্থানের নকশা রচনা করেছে। তাই চীনের গ্রন্থস্বত্ব কার্যক্রমও দেশের শক্তিশালী উন্নয়ন এবং উদ্ভাবনে আরও বেশি ভূমিকা পালন করবে।

 

তিনি বলেন, সার্বিকভাবে গ্রন্থস্বত্বের গুণগত মানের উন্নয়ন বাস্তবায়ন এবং গ্রন্থস্বত্বের মাধ্যমে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা জোরদার করা হবে।

 

বিশ্ব মেধাস্বত্ব সংস্থার উপ-মহাপরিচালক সিলভি ফোরবান এক ভিডিও শুভেচ্ছাবাণীতে বলেছেন, চলমান বিশ্বে সৃজনশীল শিল্পের সাংস্কৃতিক ও আর্থিক মূল্য অনেক বেড়েছে। মেধাস্বত্ব সংরক্ষণের মূল উদ্দেশ্যও সৃজনশীলতার অধিকার নিশ্চিত করা।

 

তিনি বলেন, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা চীনের সাথে সহযোগিতা করতে আগ্রহী, যাতে যৌথভাবে চীনে সৃজনশীলতার উন্নয়ন বাস্তবায়ন করা যায়। (সুবর্ণা/এনাম/রুবি)