জাতিসংঘ সাধারণ পরিষদে আফগানিস্তান নিয়ে প্রস্তাব পাস
2022-11-11 15:56:21

নভেম্বর ১১: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে আফগানিস্তান-বিষয়ক সংশ্লিষ্ট একটি প্রস্তাব গৃহীত হয়েছে। চীন তাতে ভোটদানে বিরত ছিল।

 

জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি চাং চুন তার ভাষণে বলেছেন, অন্ধভাবে কোনো কোনো দেশের অবস্থানের পক্ষে থাকা উচিত নয় এবং সমস্ত পক্ষের বৈধ উদ্বেগকে আমলে নেয়া উচিৎ।

 

তিনি আরও বলেন, চীন বরাবরই আশা করে যে, জাতিসংঘ সাধারণ পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব সার্বিক ও বস্তুনিষ্ঠ-ভাবে আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরতে সক্ষম হবে। দুঃখের বিষয় হলো খসড়া প্রস্তাবের বিষয়বস্তু ভারসাম্যহীন হয়েছে। তাতে আফগানিস্তানের বৈদেশিক সম্পদ ফিরিয়ে আনা, আফগানিস্তানে বিদেশী সৈন্যদের অপরাধের তদন্ত এবং আফগানিস্তানে অস্ত্র বিস্তারের ঝুঁকির দিকে মনোযোগ দেওয়াসহ গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত ইস্যুগুলো উপেক্ষিত হয়েছে।

 

আফগান জনগণ আফগানিস্তানে অবস্থানরত বিদেশী সৈন্যদের অপরাধের তদন্ত এবং জবাবদিহিতার জন্য একটি ব্যাখ্যার অপেক্ষা করছে। বর্তমান পরিস্থিতির জন্য প্রধান দায়ী দেশগুলোর অবশ্যই আত্ম-জিজ্ঞাসা এবং সময়মত ভুলগুলো সঠিক করতে হবে। রাজনৈতিক অবরোধ এবং বিচ্ছিন্নতার আচরণ সমস্যার সমাধান করবে না, বরং আফগান জনগণের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলবে।

 

পাকিস্তান এবং অন্যান্য দেশের প্রতিনিধিরাও উল্লেখ করেছেন যে, আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানের সঙ্গে অর্থপূর্ণ যোগাযোগ করলেই আফগানিস্তানে উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব হবে।

লিলি/এনাম/রুবি