উন্নত চিকিৎসা সেবার জন্য সমন্বিত তথ্য প্ল্যাটফর্ম গড়ার পরিকল্পনা চীনের
2022-11-11 16:22:20

নভেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: উন্নত চিকিৎসা সেবা প্রদান এবং জনস্বাস্থ্যের হুমকির বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ২০২৫ সাল নাগাদ একটি সুসংহত ও সমন্বিত স্বাস্থ্যতথ্য প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চীন। সাম্প্রতিক এক নথি থেকে এ তথ্য পাওয়া গেছে।

জাতীয় স্বাস্থ্য কমিশনের অধীন ঐতিহ্যবাহী চীনা ওষুধ বিষয়ক জাতীয় প্রশাসন এবং রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় প্রশাসন গত বুধবার এক কর্মপরিকল্পনা প্রকাশ করেছে, যেখানে ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালে অর্থাৎ ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্বাস্থ্যসেবা খাতকে তথ্য প্রযুক্তির সাথে আরও একীভূত করার বিশদ পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, “আশা করা হচ্ছে, এ পরিকল্পনাটি বড় মহামারী ও জনস্বাস্থ্য-বিষয়ক জরুরী পরিস্থিতি এড়ানো ও মোকাবেলায়, সমাজে ক্রমবর্ধমান প্রবীণদের সেবা প্রদানে এবং একটি উন্নতমানের ও দক্ষ স্বাস্থ্যসেবা পরিষেবা নেটওয়ার্ক প্রতিষ্ঠায় দেশকে সহায়তা করবে।”

পরিকল্পনায় বলা হয়েছে, ২০২৫ সাল নাগাদ সকল সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে একটি জাতীয় স্বাস্থ্যতথ্য প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করা এবং বিভিন্ন হাসপাতালের মধ্যে তথ্য ভাগাভাগি আরও বাড়ানো উচিত।

 রহমান/শান্তা