পণ্য পরিবহনের পরিমাণ বেড়েছে চীন-লাওস রেলপথে
2022-11-11 16:09:49

নভেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীন-লাওস রেলপথ চালু হওয়ার পর গত ১১ মাসে এ রেলপথের মাধ্যমে মাল পরিবহনের পরিমাণ ১ কোটি টন ছাড়িয়ে গেছে।

চায়না রেলওয়ের কুনমিং ব্যুরোর তথ্যে দেখা যায়, পরিবহন করা পণ্যের ধরনও ব্যাপকভাবে বেড়েছে ওই সময়। রেলপথ চালু হওয়ার সময় পণ্যের ধরন ছিল যেখানে মাত্র ১শ, সেখানে ১১ মাসের মাথায় সেটা দাঁড়িয়েছে ১ হাজার ২শ’-এ।

চীন থেকে রপ্তানি করা পণ্যের মধ্যে রয়েছে মূলত বস্ত্রপণ্য, ইলেকট্রনিক্স ও রাসায়নিক সার। অন্যদিকে লাওস থেকে আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে রাবার ও ফল।

ব্যুরো বলছে, পণ্য পরিবহনের পরিমাণ প্রতি মাসেই বেড়েছে এবং অক্টোবরে সেটা সর্বোচ্চ সাড়ে ১৩ লাখ টনে পৌঁছায়। রেলপথের মাধ্যমে পণ্য পরিবহন হয় লাওস, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর সঙ্গে।

কুনমিং পূর্ব রেলওয়ে স্টেশনের বিপণন বিভাগের পরিচালক সু চিয়েফাং বলেন, "রেলপথটি নিরাপদ এবং এর মাধ্যমে দ্রুত পণ্য পরিবহন করা যায়। এছাড়া এর রয়েছে বিশাল পরিবহন ক্ষমতা। এসব কারণে এটি দেশ ও বিদেশের ব্যবসায়ীদের পছন্দ।"

এক হাজার ৩৫ কিলোমিটার দীর্ঘ চীন-লাওস রেলওয়ে গত বছরের ৩ ডিসেম্বর চালু হয়। এটি চীনের ইউননান প্রদেশের রাজধানী কুনমিংকে লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের সঙ্গে যুক্ত করেছে। কুনমিং থেকে ভিয়েনতিয়েনে পৌঁছতে এ ট্রেনটির ২৬ ঘন্টা সময় লাগে।

 রহমান/শান্তা