বিক্রি হল ৩০০টি চীনের তৈরি সি-৯১৯ বিমান
2022-11-10 13:51:46

নভেম্বর ১০: গত (মঙ্গলবার) চীনের চতুর্দশ বিমান প্রদর্শনীতে দেশের তৈরি মোট ৩০০টি সি-৯১৯ বিমান বিক্রি হয়েছে, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

 

চীনের বিমান প্রদর্শনীর প্রথম দিনে ৭টি বিমান ভাড়া কোম্পানির সাথে ৩০০টি সি-৯১৯ বিমান,ও  ৩০টি এআরজি-২১ বিমানের অর্ডার স্বাক্ষরিত হয়েছে।

 

সি-৯১৯ চীনের নিজস্ব গবেষণায়  তৈরি যাত্রীবাহী বিমান। এটি ১৯২ যাত্রী বহন এবং সর্বোচ্চ ৫৫৫৫ কিলোমিটার পারি দিতে সক্ষম।

 

আগামী ২০ বছরে বিশ্ব ও চীনের বেসামরিক বিমান বাজারের বিশ্লেষণ থেকে জানা গেছে, ২০৪১ সালে বিশ্বের যাত্রীবাহী বিমানের উত্পাদন পরিমাণ ৪৭ হাজার ৫৩১টি দাঁড়াবে এবং নতুন নির্মিত বিমানের সংখ্যা হবে ৪২ হাজার ৪২৮টি। তাই চীনের বেসামরিক বিমানের বাজার উন্নয়নের সম্ভাবনাও ব্যাপক।

 

(সুবর্ণা/এনাম/রুবি)