জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থসংগ্রহের প্রতিশ্রুতি পালনের তাগিদ দিল পাকিস্তান
2022-11-10 16:10:13

নভেম্বর ১০: উন্নত দেশগুলোর প্রতি জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য অর্থসংগ্রহের প্রতিশ্রুতি পালন করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশকে সমর্থন দেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান।

 

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামোগত চুক্তি’র স্বাক্ষরকারীদের ২৭তম সম্মেলন (কপ-২৭) চলাকালে এ দাবি জানান পাকিস্তানের সংসদ সদস্য নাজ বেলুচি।

 

জলবায়ু পরিবর্তনের আঘাতে চলতি বছরের গ্রীষ্মকালে গুরুতর বন্যার দুর্যোগে ভুগছিল পাকিস্তান। ‘পাকিস্তানে যে দুর্যোগ ঘটেছে, তা শুধু এ দেশে থাকবে, তা নয়’। এটি এবারের পাকিস্তানের প্যাভিলিয়নের স্লোগান।

 

নাজ বার্তা-সংস্থা সিন হুয়াকে বলেছেন, পাকিস্তানের কার্বন নির্গমনের পরিমাণ বিশ্বের ১ শতাংশ। তবে, জলবায়ু পরিবর্তনের ব্যাপক ক্ষতির শিকার পাকিস্তান।

 

তিনি আরও বলেন, উন্নত দেশগুলো প্রতিবছর ১০ হাজার কোটি মার্কিন ডলার অর্থবরাদ্দ করে জলবায়ু মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছে। এখনও সে প্রতিশ্রুতি পালন করা হয়নি। উন্নত দেশগুলো শিগগিরই এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। (রুবি/এনাম/শিশির)