চীনের ডিজিটাল অর্থনীতি ৪৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে
2022-11-10 17:13:17

নভেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ডিজিটাল অর্থনীতির মূল্য ২০২১ সালে ৪৫.৫ ট্রিলিয়ন ইউয়ান বা ৬.৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। চীনা একাডেমি অব সাইবার স্পেস স্টাডিজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

চায়না ইন্টারনেট ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২২ অনুসারে ডিজিটাল অর্থনীতি চীনের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে। ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স উচেন সামিটে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উচেন শহরে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

শীর্ষ সম্মেলন "ওয়ার্ল্ড ইন্টারনেট ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২২" শিরোনামের আরেকটি প্রতিবেদনও প্রকাশ করেছে। এটি বলেছে যে বিশ্বের ৪৭টি দেশে ডিজিটাল অর্থনীতির অতিরিক্ত মূল্য ২০২১  সালে ৩৮.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বছরে ১৫.৬ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

শান্তা/হাশিম