চীনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া উচিৎ যুক্তরাষ্ট্রের
2022-11-10 18:54:07

নভেম্বর ১০: আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া, সঠিকভাবে মতভেদ নিয়ন্ত্রণ করা, পারস্পরিক সহযোগিতা জোরদার করা, ভুল বোঝাবোঝি এড়ানো এবং চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে সঠিক ও স্থিতিশীল উন্নয়নের সঠিক পথে পুনরায় ফিরিয়ে আনা উচিৎ।

 

মুখপাত্র বলেন, একদিকে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহযোগিতার মাধ্যমে অভিন্ন কল্যাণ বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাচ্ছি, অন্যদিকে, দৃঢ়ভাবে নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করছি।

 

তিনি বলেন, তাইওয়ান সমস্যা হলো চীনের কেন্দ্রীয় স্বার্থের কেন্দ্রীয় বিষয়। একচীন নীতি হলো চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের রাজনৈতিক ভিত্তির ভিত্তি। তিনটি যৌথ ইস্তাহার হলো চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেললাইন। চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের প্রকৃতি হলো পারস্পরিক কল্যাণ। যুক্তরাষ্ট্রের অবিলম্বে আর্থ-বাণিজ্যিক সমস্যার রাজনীতিকরণ বন্ধ করা এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে বাজারের অর্থনৈতিক নিয়ম ও আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করা উচিৎ বলে মুখপাত্র উল্লেখ করেন।

 

লিলি/এনাম/রুবি