শানতুং প্রদেশে চলছে চীনা-ফরাসি পরিবেশ মাস উদযাপন
2022-11-10 17:14:57

নভেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের শানতুং প্রদেশের রাজধানী চিনানে চলছে ‘ব্লু প্ল্যানেট’ বা নীল গ্রহ শিরোনামে চীনা ফরাসি পরিবেশ মাস উদযাপন।

পরিবেশ বিষয়ে জনগণের বিশেষ করে শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শানতুং প্রদেশ ও ফ্রান্সের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য এই মাস উদযাপন করা হচ্ছে।

২০১৪ সালে চীনে ফরাসি দূতাবাস এবং শানতুং প্রাদেশিক সরকারের পররাষ্ট্র বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়।

চলতি বছরের ইভেন্টের ছয়টি থিমের মধ্যে রয়েছে ‘সমুদ্র, যেখানে সব কিছু বেড়ে ওঠে’, ‘প্রবাল প্রাচীরের বিশ্ব’, ‘নদী, জলবায়ু ও মানুষ’ ইত্যাদি।

আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন রয়েছে। 

শিশুদের মধ্যে রিসাইকেল ধারণা, পুরনো বস্তু দিয়ে মজার কিছু তৈরি ও পরিবেশগত সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির একটি কোর্সও এখানে চলছে।

শান্তা/সাজিদ