নভেম্বর ১০: পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলা আজ (বৃহস্পতিবার) শাংহাইয়ে শেষ হয়েছে। মোট ১২৭টি দেশ ও অঞ্চলের ২৮০০টি কোম্পানি এবারের মেলায় অংশগ্রহণ করেছে।
গত ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলা ছয় দিনের এ মেলায় ৪৩৮টি নতুন পণ্য, প্রযুক্তি ও পরিষেবা বিশ্বব্যাপী প্রথমবারে মতো প্রদর্শন করা হয়েছে।
মেলা চলাকালে চীনের ৪৩টি সরকারি ও শিল্প প্রতিনিধি দল ও প্রায় ৭০০টি ট্রেডিং গ্রুপ পণ্য ক্রয় ও কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
বিশ্বের ৪০০০টির বেশি মাঝারি ও ছোট কোম্পানি বাণিজ্য এবং বিনিয়োগ ম্যাচমেকিং সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছে। অনলাইন ও অফলাইনে নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। (শিশির/এনাম/রুবি)