নভেম্বর ১০: পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলা আজ (বৃহস্পতিবার) শেষ হতে যাচ্ছে। এবারের মেলায় ১৪৫টি দেশ, এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। ২৪টি হ্য ছিয়াও ফোরাম অনুষ্ঠিত হয়েছে।
এবারের মেলায় ১২৭টি দেশ ও অঞ্চলের ২৮০০টিরও বেশি প্রতিষ্ঠান ‘প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রদর্শনী’তে অংশ নিয়েছে। আর ৪৩৮টি নতুন পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শিত হয়েছে। তা গতবারের মেলার তুলনায় বেশি।
আমদানি মেলার সংস্কৃতি প্রদর্শনী কেন্দ্রে সার্বিকভাবে মেলার উন্নয়নের প্রক্রিয়া এবং সাফল্য প্রদর্শিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় দর্শকদের সংখ্যা ছিল ৪.৬১ লাখ। এবারের মেলায় স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আগামী একবছরে বাণিজ্যের পরিমাণ হবে ৭৩৫২ কোটি মার্কিন ডলার, যা গতবারের তুলনায় ৩.৯ শতাংশ বেশি।
বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায় পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলার ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।
(রুবি/এনাম/শিশির)