ডিজিটাল অর্থনীতি বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ শক্তি
2022-11-10 19:26:54

নভেম্বর ১০: চীনের চ্য চিয়াং প্রদেশের উ জেন উপজেলার কথা উল্লেখ করলে চীনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক জগতে তার অবস্থান সামনে চলে আসে।

 

এ উপজেলায় রয়েছে সুন্দর দৃশ্য। এটি একটি ফাইভ-এ দর্শনীয় উপজেলা। ২০১৪ সালে উ জেনকে বিশ্ব ইন্টারনেট সম্মেলনের স্থায়ী আয়োজনস্থল হিসেবে নির্ধারণ করা হয়।

 

চলতি বছরের উ জেন শীর্ষসম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘যৌথভাবে সাইবার বিশ্ব গঠন এবং ডিজিটাল ভবিষ্যৎ সৃষ্টি করে ইন্টারনেটের অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করা’।

 

উ জেন শীর্ষসম্মেলন বিশ্ব  ইন্টারনেট সম্মেলনের আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার পর প্রথম বার্ষিক সম্মেলন। তাতে ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের ২০০০ হাজার প্রতিনিধি অনলাইন ও অফলাইনে অংশ নিয়েছেন।

 

সম্মেলনে তারা প্রযুক্তির সাফল্য, বুদ্ধিমত্তা, বিগ-ডেটাসহ নানা নতুন প্রযুক্তি ও পণ্য হাজির করেছেন।

সম্মেলনের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সালে চীনের ডিজিটাল অর্থনীতির পরিমাণ ছিল ৪৫.৫ ট্রিলিয়ন, যা জিডিপি’র পরিমাণের ৩৯.৮ শতাংশের বেশি।

 

২০২১ সালে বিশ্বের ৪৭টি দেশের ডিজিটাল অর্থনীতির মোট মূল্যে ছিল ৩৮.১ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৬ শতাংশ বেশি। তা জিডিপির ৪৫ শতাংশ।

 

আসলে ডিজিটাল অর্থনীতি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে নতুন চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

(রুবি/এনাম/শিশির)