মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছেন সি চিন পিং
2022-11-10 20:16:42

নভেম্বর ১০: আজ (বৃহস্পতিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং  চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির কর্মসভায় সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ এক ভাষণ দেন।

 

কর্মসভায় করোনা মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ-কাজ সম্পর্কে অবহিত এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিশটি নিয়ম সুবিন্যস্ত করা হয়েছে। 

 

কর্মসভায় বলা হয়েছে, বর্তমানে করোনা ভাইরাসের নতুন প্রজাতি অব্যাহতভাবে দেখা দিচ্ছে। বিশ্বে মহামারি এখনও চলমান রয়েছে। চীনে করোনার নতুন রোগী পাওয়া যাচ্ছে। চীন বিশাল জনসংখ্যার দেশ। দুর্বল জনসংখ্যা অনেক বেশি। বিভিন্ন অঞ্চলের উন্নয়ন ভারসাম্যহীন।  চিকিৎসা সম্পদ যথার্থ নয়। নানা কারণে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সবার উচিত বলিষ্ঠতা ও প্রযুক্তির সাহায্যে মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ-কাজ জোরদার করা।

 

কর্মসভায় আরও বলা হয়েছে, সার্বিকভাবে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বাস্তবায়ন করা এবং “মানুষ ও প্রাণ সত্য’র চেতনায় অবিচল থাকা উচিত। গতিশীল শূন্য নীতিতে অবিচল থাকতে হবে।  মহামারি নিয়ন্ত্রণে আনতে হবে, অর্থনীতির প্রবৃদ্ধি বজায় রাখতে হবে এবং নিরাপদে উন্নয়ন করতে হবে। সবার উচিত কার্যকরভাবে মহামারি প্রতিরোধ ও অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করা। যাতে মানুষের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করা যায় এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মহামারির কুপ্রভাব সর্বনিম্নে আনা যায়।

 

(রুবি/এনাম/শিশির)