নমপেনে লি-সেন বৈঠক
2022-11-10 13:40:51

নভেম্বর ১০: গতকাল (বুধবার) চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং নমপেনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেচ হুন সেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

   

লি খ্য ছিয়াং বলেন, চীন সব সময় কম্বোডিয়াকে নিজের দেশের বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ পথে চলা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক মঞ্চে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সমর্থন করে।

 

তিনি বলেন, কম্বোডিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ ঘনিষ্ঠতর করে একে অপরের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগজনক বিষয়াদিতে পারস্পরিক সমর্থন, এবং চীন-কম্বোডিয়া সম্পর্কের ধারাবাহিক ও সুষ্ঠু উন্নয়ন করে আরও ভালোভাবে দু’দেশের জনগণের কল্যাণ সৃষ্টি করতে ইচ্ছুক চীন।

 

তিনি আরও বলেন, চীন কম্বোডিয়ার সুবিধাজনক কৃষি পণ্য আমদানি সম্প্রসারণ ও দেশটির শিল্পায়ন দ্রুততর করাকে সমর্থন দেয়ার পাশাপাশি দেশটিকে চিকিৎসা ও পানি সরবরাহসহ বিভিন্ন প্রকল্প কার্যকর করায় সহায়তা করছে।

 

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করা, দু’দেশের মধ্যে সরাসরি ফ্লাইট বৃদ্ধি এবং দেশটির ছাত্রছাত্রীদের চীনে লেখাপড়াকে স্বাগত জানায় বেইজিং।

 

হুন সেন বলেন, কম্বোডিয়া ও চীন “লৌহ বন্ধু"। কম্বোডিয়া একচীন নীতিতে অবিচল আছে। কম্বোডিয়া-চীন অভিন্ন লক্ষ্যের কমিউনিটি নির্মাণকে সমর্থন দেয় এবং চীনের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, অবকাঠামো ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করতে বহুপক্ষীয় কাঠামোয় সমন্বয় ঘনিষ্ঠ করে দু’দেশের সম্পর্কের গভীর উন্নয়ন ত্বরান্বিত করতে চায়।

 

বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী দু’দেশের কৃষি, অবকাঠামো, শিক্ষা ও চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা ও ওষুধসহ দশ-বারটি দ্বিপাক্ষিক সহযোগিতামূলক দলিলের স্বাক্ষর স্বচক্ষে দেখার পাশাপাশি নমপেনে- সিহানুকভিল বন্দর এক্সপ্রেস সড়কপথের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

 

(প্রেমা/এনাম/ছাই)