আমদানি মেলায় অংশ নিয়েছে হংকং, ম্যাকাও এবং তাইওয়ানের অনেক প্রতিষ্ঠান
2022-11-10 16:49:38

নভেম্বর ১০: পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলা দেশের নতুন ও চমৎকার পণ্য প্রদর্শনের পাশাপাশি হংকং, ম্যাকাও ও তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানগুলোর পণ্যও প্রদর্শন করেছে।

 

মেলায় তাদের শ্রেষ্ঠ পণ্য ও সেবা জনপ্রিয় করে তোলে অংশীদারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার অভিপ্রায় ফলপ্রসূ হয়েছে।

 

জানা গেছে, চলতি বছর হংকংয়ের দু’শতাধিক শিল্পপ্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আয়োজক সংস্থা হিসেবে হংকংয়ের বাণিজ্য ও উন্নয়ন ব্যুরো টানা পাঁচ বছর ধরে ‘হংকংয়ের পণ্যের প্রদর্শনী এলাকা’ এবং ‘হংকংয়ের সেবা শিল্প প্রদর্শনী এলাকা’ স্থাপন করছে।

 

এর মধ্য দিয়ে হংকংয়ের শ্রেষ্ঠ দ্রব্য ও সেবা জনপ্রিয় করে তুলছে। সেসঙ্গে চীনের মূল-ভূভাগের বিশাল বাণিজ্যিক সুযোগকে কাজে লাগানোর জন্য হংকংয়ের ব্যবসায়ীদের সাহায্য করছে।

 

হংকংয়ের শিল্পপ্রতিষ্ঠানগুলো ছাড়াও ম্যাকাওয়ের শিল্পপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের উত্সাহও অনেক বেশি। চলতি বছর ৫০ জনেরও বেশি লোক নিয়ে গঠিত একটি আর্থ-বাণিজ্যিক প্রতিনিধি দল এবং ম্যাকাওয়ের ৩৫টি শিল্পপ্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। তারা মূল-ভূভাগের কাছে ম্যাকাওয়ের বাজার সম্প্রসারণ করেছে।

 

চলতি বছর অংশগ্রহণকারী তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রধানত খাদ্য, বিজ্ঞান এবং চিকিৎসা ও স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রের সঙ্গে জড়িত। বলা যায়, চলতি বছর তাইওয়ানের অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর আকার আরও বিস্তৃত হয়েছে।

 

লিলি/এনাম/রুবি