বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী বান ইয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
বান ইয়াং, তাঁর আসল নাম তাই ই ভেং। ১৯৯৩ সালের ১১ অক্টোবর চীনের লিয়াও নিং প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূলভূভাগের একজন পুরুষ কন্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন গীতিকার ও সূরকারও বটে।
বন্ধুরা, এখন শুনুন বান ইয়াং-এর কন্ঠে ‘একটি স্বপ্ন’ গানটি। গানের কথা এমন: শুনেছি, মেয়েটা এতোই সুন্দর যে, সবাই দেখতে চায়। দক্ষিণ চীনের মার্চ মাসে হাল্কা ঠান্ডায়, বৃষ্টিতে নদীতে পদ্মফুল ফোটে। তবে সে নদীর ওই তীরে দাঁড়ায়। চা-দোকানে আমি ভাবছি, কখন বৃষ্টি থামলে নদী পার হয়। এমন সময় তার ছবি আঁকি, মনের কথা কি বোঝা যায়?
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, এবারে শুনুন বান ইয়াং-এর আরেকটি গান, গানের নাম ‘চাঁদ ও ফুল উপভোগ করি’। গানের কথা এমন: হাল্কা চাঁদের আলো তোমার মুখে পড়ে। চুলের সুগগ্ধ নাকে আসে। তুমি এগিয়ে আসছো, প্রত্যেকটি ধাপ আমার মনে পড়ে। একটি নৌকা, ঠাণ্ডা রাতে, চাঁদ ও ফুলের সৌন্দর্য উপভোগ করি। তুমি কি আমার সঙ্গে এই বিশ্বের শেষ প্রান্তে যেতে চাও?
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এবার আপনাদের শোনাবো বান ইয়াং-এর কন্ঠে ‘আমার জেনারেল’ নামের গানটি। গানের কথা এমন: বালিঝড়ে, যুদ্ধের আগুণে, জেনারেল, আপনি কম মদ পান করুন। সামনের পথ মসৃণ নয়, আমি বাসায় আপনার অপেক্ষায় আছি। আমি এই মাত্রই ভালোবাসার কথা বলতে পেরেছি। ও জেনারেল, আপনি সবসময় বিপদে থাকেন, কখনই শান্তিময় জীবন কাটেননি আপনার।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাচ্ছি, এর নাম ‘আমি ইতোমধ্যে তোমাকে ভালোবেসেছি’। গানের কথা এম: আমি ইতোমধ্যে তোমাকে ভালোবেসেছি। তোমার সঙ্গে থাকতে চাই। তবে আমাদের মধ্যে দূরত্ব এতো বেশি! আমি কি তোমাকে কোলে নিতে পারি? এক সেকেন্ডের জন্য? আমার মনে শুধু তুমি, তুমি যেন ফুলের মতো, সুগন্ধে মন উদ্বেলিত হয়।
আচ্ছা, শুনুন এই সুন্দর গান।
প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই বান ইয়াং-এর গাওয়া আরেকটি সুন্দর গান, গানের নাম ‘পাহাড়ের সঙ্গে’, আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী বান ইয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/আলিম/সুবর্ণা)