যুক্তরাষ্ট্রের সাথে বড় আকারের গ্যাসচুক্তি করতে যাচ্ছে ব্রিটেন
2022-11-09 10:29:09

নভেম্বর ৯: যুক্তরাষ্ট্রের সাথে বড় আকারের গ্যাসচুক্তি করতে যাচ্ছে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক “জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন”-এর ২৭তম স্বাক্ষরকারী পক্ষ সম্মেলন (কপ২৭)-এর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাসচুক্তির ঘোষণা দেবেন। গত সোমবার ব্রিটিশ “ডেইলি টেলিগ্রাফ” এ খবর দিয়েছে।

প্রকাশিত খবর অনুসারে, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে “জ্বালানি নিরাপত্তা অংশীদার সম্পর্ক” শীর্ষক আলোচনা চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। অনুমান করা হচ্ছে, পরবর্তী এক বছরে ব্রিটেনের কাছে কয়েক বিলিয়ন বর্গমিটারের তরল প্রাকৃতিক গ্যাস বিক্রি করবে যুক্তরাষ্ট্র। (প্রেমা/আলিম/ছাই)