বিশ্ব ইন্টারনেট মেলাকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন
2022-11-09 17:10:16

নভেম্বর ৯: আজ (বুধবার) বিশ্ব ইন্টারনেট মেলায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

 

তিনি বলেছেন, চলমান যুগে বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্প বিপ্লবের নেতৃস্থানীয় শক্তি হিসেবে ডিজিটাল প্রযুক্তি দিন দিন সার্বিকভাবে অর্থনীতি ও সমাজ উন্নয়নের সঙ্গে মিশে গেছে। গভীরভাবে উত্পাদন, জীবনযাপন ও প্রশাসনের পদ্ধতিকে পরিবর্তন করছে। ডিজিটাইজিংয়ের সুযোগ ও চ্যালেঞ্জের মুখে আন্তর্জাতিক সমাজের উচিৎ সংলাপ ও যোগাযোগ জোরদার করা, বাস্তব সহযোগিতা গভীর করা এবং একসঙ্গে আরও ন্যায্য ও যুক্তিসঙ্গত, উন্মুক্ত ও সহনশীল, নিরাপদ ও স্থিতিশীল এবং  প্রাণবন্ত ইন্টারনেট স্পেস তৈরি করা।

 

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন বিশ্বের সঙ্গে এমন একটি পথে চলছে- যেখানে ডিজিটাল সম্পদের যৌথ নির্মাণ ও ভাগাভাগি হয়, ডিজিটাল অর্থনীতি উদ্যমী হয় এবং ডিজিটাল প্রশাসন কার্যকর, ডিজিটাল সংস্কৃতি সমৃদ্ধ, ডিজিটাল নিরাপত্তার নিশ্চয়তা শক্তিশালী, ও ডিজিটাল সহযোগিতা উভয়ের জন্য কল্যাণকর হয়।

 

তিনি বলেন, চীন ইন্টারনেট স্পেসের অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠন করবে। তা বিশ্বের শান্তিপূর্ণ উন্নয়ন ও মানব সভ্যতার অগ্রগতিতে বৃদ্ধি ও শক্তি প্রদান করবে। (শিশির/এনাম/রুবি)