বিশ্ব ইন্টারনেট সম্মেলনে ২টি পৃথক প্রতিবেদন প্রকাশিত
2022-11-09 18:37:38

নভেম্বর ৯:  আজ (বুধবার) বিকেলে চীনের সাইবার স্পেস গবেষণা  একাডেমির বিশ্ব ইন্টারনেট সম্মেলন ‘চীনের ইন্টারনেট উন্নয়ন প্রতিবেদন-২০২২, ও বিশ্ব ইন্টারনেট উন্নয়ন প্রতিবেদন-২০২২’ প্রকাশ করেছে।

 

২০১৭ সাল থেকে গত ৬ বছর ধরে এ প্রতিবেদন প্রকাশ করা বিশ্ব ইন্টারনেট সম্মেলনের গুরুত্বপূর্ণ ঐতিহ্যে পরিণত হয়েছে। চীনের সাইবার স্পেস গবেষণা একাডেমির পরিচালনায় দেশি-বিদেশি ইন্টারনেট খাতের থিংক ট্যাঙ্ক ও গবেষণা সংস্থা তা তৈরিতে অংশ গ্রহণ করে।

 

প্রতিবেদনে বলিষ্ঠতার সঙ্গে ইন্টারনেট উন্নয়নের নতুন অগ্রগতি, সাফল্য, প্রবণতা তুলে ধরা হয়, যা দেশি-বিদেশিদের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে।

 

চীনের ইন্টারনেট উন্নয়ন প্রতিবেদন-২০২২ প্রধানত গত এক বছরে চীনের ইন্টারনেটের নতুন উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরা হয়েছে।  সে সব অগ্রগতির মধ্যে রয়েছে বিশ্বের প্রথম সারির তথ্য অবকাঠামো। একীকরণ ডিজিটাল কেন্দ্রের কাঠামো গঠন, ডিজিটাল অর্থনীতির ভূমিকা জোরদারও তাতে উঠে এসেছে।

 

প্রতিবেদনে চীনের ডিজিটাল বাজার সম্প্রসারণ এবং স্মার্ট সামাজিক প্রশাসনের কথা বলা হয়েছে। তা ছাড়া, ৩১টি প্রদেশ  ও অঞ্চলের ইন্টারনেট উন্নয়নের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে কুয়াং তোং, বেইজিং, চিয়াং সু, চ্য চিয়াং ও শাংহাইসহ ১০টি প্রদেশ ও মহানগরের ইন্টারনেট উন্নয়নের মান দেশের প্রথম সারিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

 

বিশ্ব ইন্টারনেট উন্নয়ন প্রতিবেদনে প্রধানত বিশ্ব ইন্টারনেট উন্নয়নের পরিস্থিতির সারসংক্ষেপ করা হয়েছে। তাতে আন্তর্জাতিক কঠিন পরিস্থিতিতে বিভিন্ন দেশের উন্নয়ন এবং চ্যালেঞ্জ মোকাবিলার নতুন ব্যবস্থা, অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ৫টি মহাদেশের ৪৮টি প্রতিনিধিত্বশীল দেশ ও অঞ্চলের পর্যালোচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, বৃটেন, ফিনল্যান্ড ও ডেনমার্ক শীর্ষে দশে স্থান পেয়েছে।

 

(রুবি/এনাম/শিশির)