ফেই ইয়ুছিং
2022-11-09 14:28:54

ফেই ইয়ুছিং-এর আসল নাম জাং ইয়ানথিং। তিনি ১৯৫৫ সালের ১৭ জুলাই চীনের তাইওয়ান প্রদেশের থাইপেই শহরে জন্মগ্রহণ করেন। চীনের মূল-ভূভাগের আনহুই প্রদেশের আনছিং শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি তাইওয়ানের একজন কণ্ঠশিল্পী এবং উপস্থাপক।

 

১৯৭৩ সালে তিনি তাইওয়ান সিটিভি’র একটি সংগীত প্রতিযোগিতায় চতুর্থ স্থান পেয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেন। ১৯৭৭ সালে তিনি প্রথম অ্যালবাম “আমার হৃদয়ে ভালোবাসা জন্মায়” প্রকাশ করেন। ১৯৮৪ সালে তিনি “স্বপ্নের উট বেল” গানটি দিয়ে তাইওয়ান গোল্ডেন বেল পুরস্কারে সেরা পুরুষ কণ্ঠশিল্পী পুরস্কার জিতেন।

 

৯৭৮ সালে ফেই ইয়ুছিং চলচ্চিত্র “আকাশে সাদা মেঘ”-এর জন্য থিম সং গেয়ে একই নামের অ্যালবাম প্রকাশ করেন। ১৯৭৯ সালে তিনি “জানালার বাইরে, পুরোনো সময়” নামক অ্যালবাম প্রকাশ করেন। একই বছর টিভি নাটক “নীল ওড়না”র জন্য থিম সং গাওয়ার সঙ্গে সঙ্গে একই নামের অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮০ সালে তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পর পর দু’টো লোক সঙ্গীত প্রচ্ছদ অ্যালবাম প্রকাশ করেন।

 

“প্লাম ব্লসমের একটি শাখা” ফেই ইয়ুছিং গাওয়া গানগুলির অন্যতম। গানটি সবচেয়ে আগে তাঁর ১৯৮৩ সালের এপ্রিল প্রকাশিত “ইয়াংসি নদীর জল, এই অনুভূতি কখনই থাকবে না” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। এটি ১৯৮৪ সালে তাইওয়ানের একই নামের টিভি নাটকের শুরুর গান। পরে আরও কিছু চলচ্চিত্র বা টিভি নাটকের গান হিসেবেও অন্তর্ভুক্ত হয়।

 

১৯৯২ সালে ফেই ইয়ুছিং ইউএফও রেকর্ডস (তাইওয়ান) কোম্পানি লিমিটেডে যোগ দেন। অগাস্ট মাসে তিনি একটি অ্যালবাম “অতীতের ভালবাসা - চিরকাল” প্রকাশ করেন। একই বছর তিনি “মিস স্বপ্নের চেয়ে দীর্ঘ” গানটি দিয়ে  তাইওয়ান গোল্ডেন ট্রাইপড অ্যাওয়ার্ডে  সেরা পুরুষ কণ্ঠশিল্পী পুরস্কার জিতেন। 

 

১৯৯০ সালে ফেই ইয়ুছিং “লম্বা চুলের মেয়ে” নামক অ্যালবাম প্রকাশ করেন। একই বছর তিনি “ছোট বোন আমার হাত ছেড়ে দাও” গানটি দিয়ে প্রথম তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা ম্যান্ডারিন গান পুরুষ কণ্ঠশিল্পী পুরস্কার ও সেরা বার্ষিক গান পুরস্কার তালিকাভুক্ত হয়। একই বছর তিনি বেইজিং এশিয়া গেমসের থিম সং’র অন্যতম কণ্ঠশিল্পী হিসেবে গেয়েছেন। 

 

“অনেক দূরে” ফেই ইয়ুছিং ও জে চৌ’র সঙ্গে গাওয়া একটি যৌথ গান। গানটি জে চৌ ২০০৬ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশিত অ্যালবাম “এখনও ফ্যান্টাসি”-তে অন্তর্ভুক্ত হয়। গানটি জে চৌ’র প্রতিনিধিত্বমূলক গানগুলির অন্যতম। গানটির ফেই ইয়ুছিং’র একক সংস্করণও আছে। তা তাঁর ২০০৭ সালের ২০ এপ্রিল প্রকাশিত অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। 

   

(প্রেমা/এনাম)