জলবায়ু প্রতিশ্রুতি পালনে উন্নত বিশ্বের প্রতি চীনের আহ্বান
2022-11-09 16:51:02

নভেম্বর ৯: নভেম্বর মাসের ৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত জলবায়ুর পরিবর্তন-বিষয়ক জাতিসংঘ কাঠামো কনভেনশনের স্বাক্ষরকারীদের ২৭তম সম্মেলন মিশরের উপকূলীয় শহর শার্ম আল শেখে অনুষ্ঠিত হচ্ছে।

 

গতকাল (মঙ্গলবার) তাতে দু’দিনব্যাপী শীর্ষসম্মেলন শেষ হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তন-বিষয়ক চীনের বিশেষ দূত সিয়ে চেন হুয়াং তাতে ভাষণ দিয়েছেন।

 

তিনি  বলেন, উন্নয়নশীল দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি পালন করা উচিৎ উন্নত দেশগুলোর।

 

তিনি আরও বলেন, চীন বরাবরই স্থায়ী ও বাস্তববাদী কার্যকলাপের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে থাকে। কিছু দিন আগে সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে এবং এতে চীনের সবুজ উন্নয়নের পথে চলার সংকল্প দৃঢ় হয়েছে।

 

বিশেষ দূত সিয়ে আরও বলেন, বহির্বিশ্বের পরিবেশ পরিবর্তন, ও নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও চীনের দৃঢ়ভাবে কার্বন পিক ও কার্বন নিরপেক্ষতার লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্য পরিবর্তন হবে না। জলবায়ুর বৈশ্বিক শাসনের প্রতিজ্ঞা ও অবস্থান পিছিয়ে দেওয়া যাবে না এবং পরিবর্তন হবে না।

 

তিনি বলেন, উন্নত দেশগুলোকে কার্যকরভাবে নির্গমন হ্রাস বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়া উচিত। নির্ধারিত সময়ের আগে উল্লেখযোগ্যভাবে কার্বন নিরপেক্ষতা অর্জন এবং তহবিলসহ উন্নয়নশীল দেশগুলোর সবচেয়ে উদ্বেগের বিষয়ে বাস্তব সাফল্য অর্জন করা উচিৎ।

লিলি/এনাম/রুবি