ন্যাটো-র সদস্য হতে তুরস্কের সকল শর্ত পূরণ করা হবে: সুইডেন
2022-11-09 10:30:05

নভেম্বর ৯: গতকাল (মঙ্গলবার) তুরস্কে সফররত সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ন্যাটো-র সদস্য হতে তুরস্কের দেওয়া সকল শর্ত পূরণ করবে তাঁর দেশ। আর এ লক্ষ্যে সন্ত্রাসদমনে “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” নেওয়া হবে।

আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকশেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে ক্রিস্টারসন বলেন, সুইডেন সার্বিকভাবে চলতি বছরের জুনে মাদ্রিদে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা কার্যকর করার পাশাপাশি, চলতি বছরের শেষ নাগাদ ও আগামী বছরের প্রথম দিকে সন্ত্রাসদমন আইন প্রণয়নে “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” নেবে। তাঁর দেশ ইতোমধ্যেই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সন্ত্রাসী সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় এরদোয়ান বলেন, সুইডেনের নতুন সরকার মাদ্রিদে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতাচুক্তি অনুসরণ করতে আগ্রহী জেনে তিনি আনন্দিত। সার্বিকভাবে সমঝোতার বিভিন্ন শর্ত পূরণ করার পর সুইডেন ন্যাটোর নতুন সদস্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। (প্রেমা/আলিম/ছাই)