ভারত ও রাশিয়া পরস্পরের পরীক্ষিত অংশীদার: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
2022-11-09 10:58:57

নভেম্বর ৯: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তাঁর দেশ ও রাশিয়া একে অপরের পরীক্ষিত অংশীদার। তিনি গতকাল (মঙ্গলবার) মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন। ইন্ডিয়া টুডে পত্রিকা এ তথ্য জানিয়েছে।

    জয়শঙ্কর বলেন, আমাদের লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে ভারসাম্যপূর্ণ, পারস্পরিক কল্যাণকর, ও দীর্ঘমেয়াদী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা। তিনি রুশ তেল ইস্যুতে পাশ্চাত্য দেশগুলোর কপটতার সমালোচনাও করেন।

উল্লেখ্য, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী গত ৭ নভেম্বর রাতে দু’দিনের সফরে মস্কো পৌঁছান। (সুবর্ণা/আলিম/মুক্তা)