যুদ্ধের প্রস্তুতি জোরদারের নির্দেশনা দিলেন সি চিন পিং
2022-11-09 15:55:33

নভেম্বর ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় সামরিক কমিশনের জয়েন্ট অপারেশনস কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন। 

 

সে সময় তিনি বলেন, পুরো সশস্ত্র বাহিনীর উচিত যুদ্ধের ক্ষমতা উন্নয়নের ওপর সর্বশক্তি ব্যবহার করে যুদ্ধ জয়ের ক্ষমতা দ্রুত বাড়িয়ে যথাসাধ্য নতুন যুগে চীনের সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করা।

 

সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের চেতনায় সার্বিকভাবে সেনা প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি জোরদারের দৃঢ়প্রতিজ্ঞা প্রতিফলনের জন্য তিনি কেন্দ্রীয় সামরিক কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তাকে পরামর্শ দেন।

 

সি চিন পিং বলেন, সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ, চীনা জাতির মহান পুনরুত্থানসহ সমস্ত পরিস্থিতির দিক দিয়ে প্রতিরক্ষা ও সেনা গঠনে কৌশলগত কার্যক্রম প্রণয়ন করেছে। পুরো বাহিনীর উচিত সে চেতনায় বাস্তব অভিযানের মাধ্যমে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের নতুন অধ্যায় সৃষ্টি করা।

 

তিনি আরও বলেন, জয়েন্ট অপারেশনস কমান্ড সেন্টার সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় সামরিক কমিশনের কৌশলগত কমান্ড দেওয়ার গুরুত্বপূর্ণ স্তম্ভ। যার অবস্থান ও দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ। সবার উচিত দায়িত্ব ও কর্তব্যে মনোযোগ দিয়ে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি বিচার করে সামরিক সংগ্রাম জোরদার করে বাস্তব পরিস্থিতি মোকাবিলা করা।

 

নতুন যুগে চীনা বাহিনী কার্যকরভাবে নিজের দায়িত্ব পালন করে আরও বড় অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন সি চিন পিং। (রুবি/এনাম/শিশির)