ল্যাটিন আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য ৪৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে: মার্কিন মিডিয়া
2022-11-09 11:33:18


নভেম্বর ৯: যুক্তরাষ্ট্রের "ফোর্বস" ম্যাগাজিনের ওয়েবসাইটে গত ৭ নভেম্বর প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, ২০ বছর আগে ডব্লিউটিও-তে যোগদানের পরপরই চীন ল্যাটিন আমেরিকার দিকে অগ্রসর হতে শুরু করে। তারপর থেকে, চীন ও ল্যাটিন আমেরিকার মধ্যে বাণিজ্য আশ্চর্যজনকভাবে বার্ষিক ৩১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। গত বছর দু’পক্ষের বাণিজ্য পৌঁছায় ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারে। বর্তমানে চীন দক্ষিণ আমেরিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

প্রবন্ধে বলা হয়, চিলি, কোস্টারিকা ও পেরুর সাথে মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে চীন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে ইকুয়েডরের সাথে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত আলোচনা শুরু করেছে।

প্রবন্ধে আরও বলা হয়, চীন এতদঞ্চলে তার বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়িয়ে চলেছে। ২০টি ল্যাটিন আমেরিকান দেশ "এক অঞ্চল, এক পথ" উদ্যোগে নিজেদের সামিল করেছে। বর্তমানে, ১৫টি ল্যাটিন আমেরিকান দেশে ৫০টি প্রকল্প বাস্তবায়ন করছে চীন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)