যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে: মার্কিন গণমাধ্যম
2022-11-09 15:44:39

নভেম্বর ৯:  যুক্তরাষ্ট্রের সমাজে বহু দ্বন্দ্বের সংমিশ্রণের প্রেক্ষাপটে দেশটির মধ্যবর্তী নির্বাচনের ভোটদান শুরু হয়েছে। তাতে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম।

 

ফক্স নিউজ নেটওয়ার্ক গতকাল (সোমবার) জানিয়েছে, ভোটারদের জন্য সহিংসতার বিষয়টি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে। মধ্যবর্তী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে দেশটিতে অপরাধের হার আরও বেড়েছে।

 

করোনা মহামারির প্রাদুর্ভাবের পর থেকে মার্কিন রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টির সমর্থক অঙ্গরাজ্যগুলোর প্রধান শহরগুলোতে সহিংস অপরাধের মামলার সংখ্যা আরও বেড়েছে। হত্যা মামলার সংখ্যা ২০২০ ও ২০২১ সালে ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছ। ২০২২ সালে হত্যা মামলার সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৩৯ শতাংশ বেশি ছিল।

 

সিএনএন গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, এবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন রাজনৈতিক পরিবেশের বিশৃঙ্খল দেখা দিয়েছে। সংকট ও অর্থনৈতিক দুশ্চিন্তায় এ নির্বাচন ঐক্যের পরিবর্তে যুক্তরাষ্ট্রে মতভেদ বাড়াবে।

 

(রুবি/এনাম/শিশির)