চীনে বিশ্ব ইন্টারনেট মেলার উদ্বোধন
2022-11-09 17:05:47

নভেম্বর ৯: আজ (বুধবার) বিশ্ব ইন্টারনেট মেলা-২০২২ চীনের চেচিয়াং প্রদেশের উচেনে উদ্বোধন হয়েছে।

 

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সম্প্রচার মন্ত্রী লি শু লেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা পড়ে শুনান এবং ভাষণ দেন।

 

 লি শু লেই বলেছেন, প্রেসিডেন্ট সির অভিনন্দনবার্তা মানব সমাজের জন্য ডিজিটাইজিং বয়ে আনা সুযোগ ও চ্যালেঞ্জ তুলে ধরেছে। তাতে চীন বিশ্বের সঙ্গে ইন্টারনেট স্পেস গড়ে বিশ্ব ডিজিটাল উন্নয়নের পথে চলার  প্রত্যাশা ব্যক্ত হয়েছে।

 

প্রেসিডেন্ট সির ধারণা ও প্রস্তাব থেকে প্রতিফলিত হয়, ডিজিটাল উন্নয়নের প্রবণতা নিয়ে তার গভীর অন্তর্দৃষ্টি এবং মানব সমাজের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে তার চিন্তাভাবনা রয়েছে। তা ডিজিটাল সহযোগিতার গভীর ও ইন্টারনেট স্পেসের অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনের জন্য দিকনির্দেশনা দিয়েছে।

 

লি শু লেই জোর দিয়ে বলেন, কিছু দিন আগে সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেস সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে ভবিষ্যৎ ৫ বছর বা তার চেয়ে বেশি সময়ে পার্টি ও দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা, নীতিমালা, ও পরিকল্পনা করা হয় এবং চীনের ইন্টারনেটের উন্নয়নের নতুন বিন্যাস করা হয়।

 

তিনি বলেন, ভবিষ্যতে চীন নানা দেশের সঙ্গে সংলাপ ও বিনিময়  জোরদার করে বাস্তব সহযোগিতা গভীর করতে চায় এবং একসঙ্গে শক্তিমান ডিজিটাল অর্থনীতি তৈরি করবে। সেসঙ্গে ন্যায্য ও যুক্তিসঙ্গত প্রশাসন ব্যবস্থা গড়ে তুলবে এবং একসাথে সুন্দর ডিজিটাল ভবিষ্যৎ তৈরি করবে। (শিশির/এনাম/রুবি)