চীন ও ইউরোপের সহযোগিতা প্রতিদ্বন্দ্বিতার চেয়ে গুরুত্বপূর্ণ: চীনা মুখপাত্র
2022-11-09 10:59:33

নভেম্বর ৯: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন ও ইউরোপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তবে দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপারটি ‌আরও বেশি গুরুত্বপূর্ণ। ইউরোপের উচিত, ন্যায়সঙ্গত দৃষ্টিকোণ থেকে, চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিবেচনা করা।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-ইউরোপ বাণিজ্যের পরিমাণ নতুন রেকর্ড সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে দু’পক্ষের মধ্যে আদান-প্রদানও বজায় রয়েছে।

তিনি আরও বলেন, চীন ও ইউরোপের ব্যাপক অভিন্ন স্বার্থ ও দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তি রয়েছে। দু’পক্ষের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা উভয়ের উন্নয়নের জন্য সহায়ক। বস্তুত, চীন-ইউরোপ ইতিবাচক সম্পর্ক গোটা বিশ্বের জন্যও কল্যাণকর।  (সুবর্ণা/আলিম/মুক্তা)