কাল চীনে শুরু হবে বিশ্ব ইন্টারনেট মেলা
2022-11-08 19:03:56

নভেম্বর ৮: আগামীকাল চীনের চেচিয়াং প্রদেশের উচেনে শুরু হবে চলতি বছরের বিশ্ব ইন্টারনেট মেলা।

 

এবারের মেলার প্রতিপাদ্য হল ‘একত্রে ইন্টারনেট বিশ্ব নির্মাণ ও ডিজিটাল ভবিষ্যৎ সৃষ্টি – ইন্টারনেট স্পেসের অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠন’।

 

বিশ্বের ১২০টির বেশি দেশ ও অঞ্চল থেকে দুই সহস্রাধিক প্রতিনিধি এতে অংশগ্রহণ করছেন । অনলাইন ও অফলাইন  দুটি পদ্ধতিতে এবারের মেলা  আয়োজিত হয়েছে।

 

সহযোগিতা ও উন্নয়ন, প্রযুক্তি ও শিল্প, সংস্কৃতি ও সমাজ, প্রশাসন ও নিরাপত্তা এ চার ক্ষেত্রে বিশ্ব উন্নয়ন প্রস্তাব ডিজিটাল সহযোগিতা ফোরাম, ডাটা প্রশাসনসহ ২০টি শাখা ফোরাম অনুষ্ঠিত  হবে।

 

পাশাপাশি, বিশ্ব ইন্টারনেটের উন্নত প্রযুক্তিগত ফলাফল প্রদর্শন অনুষ্ঠানে ইন্টারনেটের মৌলিক তত্ত্ব এবং প্রযুক্তি অ্যাপ্লিকেশন উদ্ভাবনের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হবে।

 

তা ছাড়া, বিশ্ব ইন্টারনেট প্রতিযোগিতায় ডিজিটাল চিকিৎসা ও এআইসহ ৭টি বিষয়ের চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। (শিশির/এনাম/রুবি)