বলিষ্ঠতার সঙ্গে চীন-ইউরোপ সম্পর্ক রক্ষার আহ্বান চীনের
2022-11-08 18:48:04

নভেম্বর ৮: ইউরোপ বলিষ্ঠতার সঙ্গে চীন-ইউরোপ সম্পর্ক রক্ষা, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া এবং পারস্পরিক উপকারিতা অর্জনের মূল সূর রক্ষা করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলে চীন আশা করে।

 

অস্থিতিশীল বিশ্বকে আরও স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগানো এবং চীন-ইউরোপ ও বিশ্বকে আরও কল্যাণ উপহার দিতে এটি প্রয়োজন।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

 

চাও লি চিয়ান বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইউরোপ বাণিজ্য পরিমাণ নতুন  পর্যায়ে উন্নীত হয়েছে। দু’পক্ষ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার করেছে। বাস্তবতা প্রমাণ করেছে যে, চীন ও ইউরোপের মধ্যে রয়েছে অভিন্ন স্বার্থ এবং দীর্ঘকালীন সহযোগিতার ভিত্তি। দু’পক্ষের মধ্যে রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। তবে, সহযোগিতার চেয়ে প্রতিদ্বন্দ্বিতা অনেক বড়। দু’দেশের মধ্যে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা থাকার কারণে নিজস্ব উন্নয়ন দ্রুততর হয়েছে।

(রুবি/এনাম/শিশির)