অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র ফোনালাপ
2022-11-08 19:05:01

নভেম্বর ৮: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেন্নি উংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন।

 

পেন্নি উং বলেন, নিরলস প্রচেষ্টার পর অস্ট্রেলিয়া এবং চীনের সম্পর্কে সক্রিয় পরিবর্তন ঘটেছে। অস্ট্রেলিয়া একচীন নীতিতে অবিচল আছে। দায়িত্বশীল উপায়ে সঠিকভাবে নানা সমস্যার মোকাবিলা করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে প্রচেষ্টা চালাবে।

ওয়াং ই বলেন, চীন ও অস্ট্রেলিয়ার সম্পর্কের উন্নয়ন উভয় পক্ষের মৌলিক স্বার্থ এবং দু’দেশের জনগণ ও আন্তর্জাতিক সমাজের অভিন্ন প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। দু’পক্ষের পারস্পরিক সম্মান দেখানোর মর্ম পালন করে মতবিরোধ পাশে রেখে মতৈক্য অন্বেষণের দৃষ্টিভঙ্গি নিয়ে পারস্পরিক কল্যাণকর লক্ষ্য অর্জন করার প্রচেষ্টা চালানো এবং দু’দেশের মধ্যে পুনরায় পারস্পরিক আস্থা নির্মাণকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। যাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আবার সঠিক পথে ফিরে আসে।

তিনি বলেন, নিজ নিজ যুক্তিযুক্ত উদ্বেগের সমাধান করা এবং যৌথভাবে বর্তমানের বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্রিয় অবদান রাখা উচিৎ বলে তিনি উল্লেখ করেন।

লিলি/এনাম/রুবি