ইন্টারনেটে অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন চায় চীন
2022-11-08 19:00:21

নভেম্বর ৮: প্রত্যেকে ইন্টারনেটে পরস্পরের সঙ্গে জড়িত এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট। আমরা যে যুগে আছি, সেটি একটি চ্যালেঞ্জময় যুগ, আবার একটি আশাময় যুগও বটে। তাই ইন্টারনেটের ভালো উন্নয়ন, ব্যবহার ও প্রশাসন আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়িত্ব।

 

গতকাল (সোমবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় “একত্রে ইন্টারনেটের অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন” শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করেছে।

 

শ্বেতপত্র প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

 

চাও লি চিয়ান বলেছেন, বর্তমানে ইন্টারনেটের উন্নয়ন ভারসাম্যহীন এবং নিয়মকানুন সম্পূর্ণ নয়। ইন্টারনেটে আধিপত্যবাদ বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য নতুন হুমকি সৃষ্টি করেছে। কিছু কিছু দেশ ইন্টারনেটের অপব্যবহার করে অন্য দেশের প্রযুক্তিগত উন্নয়ন ও সহযোগিতা ব্যাহত করে। কিছুকিছু দেশ ছোট বৃত্ত তৈরি করে ইন্টারনেটে বিতর্ক ও বৈরিতা সৃষ্টি করে। 

 

তিনি বলেন, চীন পরস্পরের প্রতি সম্মান, অভিন্ন স্বার্থের মধ্যে পার্থক্য থাকতে দেওয়ার ভিত্তিতে সকলের কাজে সকলের সঙ্গে আলোচনার দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং একতরফাবাদ, ও চরম চাপের বিরোধিতা করে। (রুবি/এনাম/শিশির)