জ্বালানির উন্মুক্ত উন্নয়নের পথ অনুসরণ অব্যাহত রাখবে চীন
2022-11-08 14:36:42

নভেম্বর ৮: চীনের উপ-বাণিজ্যমন্ত্রী শেং ছিউ পিং আজ (মঙ্গলবার) বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনে বলা হয়েছে যে, উচ্চ পর্যায়ের বৈদেশিক উন্মুক্ততা বজায় রাখা এবং নতুন উন্নয়নের মাধ্যমে বিশ্বের জন্য নতুন সুযোগ তৈরি করবে চীন।

 

তিনি বলেন, চীন জ্বালানির উন্মুক্ত উন্নয়নের পথ অনুসরণ করে যাবে। চীনের জ্বালানি বাজারের স্থিতিশীল ও টানা প্রবৃদ্ধি জ্বালানি উৎপাদনকারী ও ভোক্তা এবং ব্যবসায়ী দেশগুলোকে উপকৃত করবে এবং বিশ্বের বিভিন্ন দেশকে আরও বেশি সহযোগিতার ভালো সুযোগ প্রদান করবে।

 

শেং ছিউ পিং একই দিন উদ্বোধন হওয়া চীনের ১১তম আন্তর্জাতিক তেল বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন।

 

তিনি বলেন, পরিবর্তনশীল পরিস্থিতি এবং মহামারীর প্রভাবের মুখে যোগাযোগ এবং সহযোগিতা জোরদার, শক্তি শিল্প চেইন ও সরবরাহ শৃঙ্খলার স্থিতিস্থাপকতা এবং স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন। সময়ের প্রবণতা অনুসরণ করে জ্বালানির সবুজ এবং স্বল্প-কার্বন রূপান্তর উন্নত করা, উইন-উইন সহযোগিতা বেগবান করা এবং তেল ও গ্যাস বাণিজ্যের উচ্চ-মানের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

 

পঞ্চম আন্তর্জাতিক আমদানি মেলার একটি অংশ হিসেবে এবারের দু’দিনব্যাপী আন্তর্জাতিক তেল বাণিজ্য সম্মেলনে অংশ নেন ১৪টি দেশ ও অঞ্চলের বিশ্ব বিখ্যাত তেল কোম্পানিসহ বেশ কয়েকটি সংস্থানের প্রায় ৫ শ’ প্রতিনিধি।

 

লিলি/এনাম/রুবি