পঞ্চম বিশ্ব শীর্ষ বিজ্ঞানী ফোরাম শাংহাইয়ে অনুষ্ঠিত
2022-11-08 18:11:10

নভেম্বর ৮: গত ৬ নভেম্বর বিশ্ব শীর্ষ বিজ্ঞানী কমিটি, চীনা বিজ্ঞান ও প্রযুক্তি কমিটি, ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে পঞ্চম বিশ্ব শীর্ষ বিজ্ঞানী ফোরাম শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। 

এবার ফোরাম চলাকালে প্রথম শীর্ষ বিজ্ঞানী পুরস্কার বিতরণ করা হয়। তিনটি শীর্ষ বিজ্ঞান  ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। সেসঙ্গে স্থায়ী সম্মেলন সাইট চালু, এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক কমিউনিটি গঠনসহ নানা কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে 

বিশ্ব শীর্ষ বিজ্ঞানী কমিটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী রজার কর্নবার্গ বলেছেন, এবারের ফোরামের দুটি বৈশিষ্ট্য আছে।  প্রথমত: শীর্ষ বৈজ্ঞানিক ভাষণ। বিজ্ঞানীরা সহজ কথার মাধ্যমে আমাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ও ভবিষ্যতে বিজ্ঞানের ব্যবহার তুলে ধরেছেন। দ্বিতীয়ত: এবার প্রথমবারের মতো বিশ্ব শীর্ষ বিজ্ঞানী কমিটি পুরস্কার বিতরণ করা হয়েছে। এটি আন্তর্জাতিক পর্যায়ের বড় পুরস্কার।

ফোরামের অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমানে বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতিতে শুরু হয়েছে গভীর পরিবর্তন এবং সমন্বয় ও সহযোগিতা অপ্রতিরোধ্য প্রবণতা। এ ফোরাম বিশ্বের বিজ্ঞানীদের মৌলিক বিজ্ঞানের নবায়ন ত্বরান্বিত করার জন্য সহায়ক। (শিশির/এনাম/রুবি)