দ্বিতীয় আন্তর্জাতিক বাঁশ ও বেত সম্মেলনে সি চিন পিংয়ের শুভেচ্ছাবার্তা
2022-11-08 11:00:30

নভেম্বর ৮: গতকাল (সোমবার) আন্তর্জাতিক বাঁশ ও বেত সংস্থা প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী এবং দ্বিতীয় আন্তর্জাতিক বাঁশ ও বেত সম্মেলন উপলক্ষ্যে একটি শুভেচ্ছাবার্তা পাঠান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, প্রতিষ্টার পর থেকেই আন্তর্জাতিক বাঁশ ও বেত সংস্থা বিশ্বের বাঁশ ও বেত সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে আসছে, যা বিশ্বের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সহায়ক। চীনের সরকার এ সংস্থার সাথে যৌথভাবে ‘প্লাস্টিকের পরিবর্তে বাঁশ’ শীর্ষক উদ্যোগ নিয়েছে, যাতে বিভিন্ন দেশে প্লাস্টিকদূষণ হ্রাস করা যায়।

সি চিন পিং আরও বলেন, প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন এবং মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থানের তত্ত্ব অনুসরণ করে থাকে চীন। এর লক্ষ্য বিভিন্ন পক্ষের সাথে যৌথভাবে কাজ করে ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও সুন্দর পৃথিবী রেখে যাওয়া।

উল্লেখ্য, বিশ্ব দ্বিতীয় বাঁশ ও বেত সম্মেলন সোমবার বেইজিংয়ে শুরু হয়। (সুবর্ণা/আলিম/মুক্তা)