মার্কিন মধ্যবর্তী নির্বাচনে অনিয়মের অভিযোগ বাড়ছে
2022-11-08 10:36:21

নভেম্বর ৮: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে অনিয়মের অভিযোগ বাড়ছে। খবর এপি’র।

ওরেগন ও আইডাহোর নির্বাচনসংশ্লিষ্ট কমকর্তারা জানান, এসব অভিযোগ তদন্ত করা ভোটারদের আস্থা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রেকর্ড অনুযায়ী, চলতি বছর ওরেগনে কমপক্ষে ২০৪টি অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচনে অবৈধ অর্থব্যয়, সরকারি কর্মচারীদের নির্বাচনে লড়া, এবং অন্য প্রার্থীর পক্ষে প্রচারে লিপ্ত হবার অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে প্রতারণার অভিযোগ করেছিলেন। তবে, অভিযোগ প্রমাণিত হয়নি। (প্রেমা/আলিম/ছাই)