কম্বোডিয়ার গণমাধ্যমে চীনা প্রধানমন্ত্রীর নিবন্ধ প্রকাশিত
2022-11-07 16:32:51

নভেম্বর ৭: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং পূর্ব এশিয়ার সহযোগিতা-বিষয়ক নেতৃবৃন্দের ধারাবাহিক সম্মেলনে অংশ নেওয়া এবং কম্বোডিয়া সফরের প্রাক্কালে কম্বোডিয়ায় কম্বোডিয়ান, ইংরেজি ও চীনা ভাষার মূল গণমাধ্যমে ‘বন্ধুত্বের জন্য নতুন উচ্চতায় আরোহণ করা এবং সহযোগিতার জন্য নতুন পথ খোলা’ শীর্ষক এক নিবন্ধ প্রকাশ করেছেন।

 

নিবন্ধে বলা হয়, কম্বোডিয়াসহ এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে হাতে হাত রেখে চীন ও কম্বোডিয়ার বন্ধুত্ব এবং পূর্ব এশিয়ার সহযোগিতার জন্য নতুন উচ্চতায় আরোহণ করতে এবং নতুন পথ খুলতে ইচ্ছুক চীন।

 

নিবন্ধে আরও বলা হয়, অব্যাহতভাবে বহুপক্ষবাদ ও অর্থনীতির বিশ্বায়নের সঠিক পথে অবিচল থাকা, উন্নয়নের কৌশলের সংযুক্তি জোরদার করা, আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা আরসিইপি বাস্তবায়নের যথাসাধ্য প্রচেষ্টা চালানো, আঞ্চলিক বাণিজ্য ও অবাধ বাণিজ্যের সমন্বয় এগিয়ে নেয়া এবং উন্মুক্ত আঞ্চলিক অর্থনীতির গঠনে সাহায্য করা উচিৎ।

 

নিবন্ধে বলা হয়, চীন-লাওস রেলপথ ও পূর্ব এশিয়ার দারিদ্র্য কমানোসহ পরিকল্পনার মাধ্যমে গণজীবিকার উন্নয়ন করতে, খাদ্যশস্য ও জ্বালানির স্থিতিশীল সরবরাহ বেগবান করতে, চীনে অধ্যয়নরত আসিয়ানের শিক্ষার্থীদের ফিরে আসা বেগবান করতে এবং সংস্কৃতি ও পর্যটনসহ সাংস্কৃতিক বিনিময় গভীরতর করতে ইচ্ছুক চীন।

 

নিবন্ধে বলা হয়, চীন দৃঢ়ভাবে আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয় মর্যাদাকে সমর্থন করে যাবে। চীনের পাশে থাকলে পক্ষ নেওয়ার চাপ নেই, বরং আছে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার চালিকা শক্তি।

লিলি/এনাম/শিশির