জলাভূমি রক্ষায় ‘উহান ঘোষণা’ গৃহীত
2022-11-07 15:23:25

নভেম্বর ৭: জলাভূমি কনভেনশন স্বাক্ষরকারীদের সম্মেলনের মন্ত্রী পর্যায়ের অধিবেশন গতকাল (রোববার) চীনের হুপেই প্রদেশের উহান শহরে শেষ হয়েছে।

 

অধিবেশনে উহান ঘোষণা গৃহীত হয়েছে। এতে বিশ্বের জলাভূমি ক্ষয়ে পদ্ধতিগত ঝুঁকি এড়াতে নানা পক্ষের প্রতি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

 

উহান ঘোষণাতে বলা হয়, জলাভূমি কনভেনশন স্বাক্ষরিত হবার ৫১ বছরে ২৪৬৬টি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি ও ৪৩টি জলাভূমি শহরকে স্বীকৃতি দেয়া হয়েছে। আর ১৯টি আঞ্চলিক প্রস্তাব উত্থাপন করা হয়। তবে বিশ্বব্যাপী প্রকৃত জলাভূমির আয়তন ৩৫ শতাংশ কমেছে।

 

জলাভূমির রক্ষা, পুনরুদ্ধার, প্রশাসন,  যৌক্তিক ও টেকসই ব্যবহারসহ নানা ক্ষেত্রে আইন প্রণয়ন ও প্রয়োগের কাজ জোরদার করতে হবে এবং শহর ও উপকণ্ঠের জলাভূমি রক্ষা ও পুনরুদ্ধার করে এবং অবস্থা অনুযায়ী জলাভূমি পার্ক ও শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে।

 

বিশ্বব্যাপী জলাভূমি রক্ষাকারীদের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও তথ্য ভাগাভাগি জোরদার করাসহ নানা ব্যবস্থার কথা বলা হয় ঘোষণাতে। (শিশির/এনাম/রুবি)