‘একত্রে ইন্টারনেটে অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করেছে চীন
2022-11-07 14:57:32

নভেম্বর ৭: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (সোমবার) ‘একত্রে ইন্টারনেটে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গঠন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করেছে।

 

শ্বেতপত্রে নতুন যুগে চীনের ইন্টারনেট উন্নয়ন ও প্রশাসনের চেতনা ও অনুশীলন তুলে ধরা হয়। ইন্টারনেটে একত্রে অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট কমিউনিটি গঠনের সাফল্য শেয়ার করা হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা দেখা দিয়েছে।

 

শ্বেতপত্রে বলা হয়েছে, নতুন দফা বিজ্ঞান-প্রযুক্তি বিপ্লব ও শৈল্পিক সংস্কারের দ্রুত উন্নয়নে ইন্টারনেট বিশ্বকে বৈশ্বিক গ্রামে পরিণত করেছে। আন্তর্জাতিক সমাজ অভিন্ন স্বার্থের কমিউনিটিতে পরিণত হয়েছে। ইন্টারনেটের ভালো উন্নয়ন, ব্যবহার ও প্রশাসন মানব জাতি ও আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়িত্ব।

 

তাতে বলা হয়, বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ ও সর্বোচ্চ সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীদের দেশ হিসেবে চীন তথ্যকে যুগের প্রবণতায় মানুষকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের চেতনায় যৌথ আলোচনা, প্রতিষ্ঠা ও কল্যাণ সৃষ্টির দৃষ্টিভঙ্গিতে ইন্টারনেটে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গঠন করে আসছে।

 

শ্বেতপত্রে আরও বলা হয়, চীন নতুন উন্নয়নের পর্যায়ে নতুন উন্নয়নের চেতনায় নতুন কাঠামো গঠন করেছে এবং ইন্টারনেটের শক্তিশালী দেশ ও ডিজিটাল চীন গঠনে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল অর্থনীতি চাঙ্গা করা, ডিজিটাল গঠন এবং পরিষ্কার নেট পরিবেশ ও নেট নিরাপত্তার ঝুঁকি প্রতিরোধসহ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে, যা ইন্টারনেটে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গঠনের জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।

 

শ্বেতপত্রে আরও বলা হয়েছে, ইন্টারনেট মানব জাতির অভিন্ন বাড়ি। এ বাড়ি পরিষ্কার, সমৃদ্ধ ও নিরাপদ রাখা আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়িত্ব। চীন বিভিন্ন দেশের সঙ্গে আরও সমতা-সম্পন্ন ও উপযোগী, উন্মুক্ত ও সহনশীল, নিরাপদ ও স্থিতিশীল এবং সমৃদ্ধ ও প্রাণচঞ্চল ইন্টারনেট সৃষ্টি করতে ইচ্ছুক।

 

 

(রুবি/এনাম/শিশির)