উন্মুক্তকরণ চীনের আমদানি মেলার মূল সূর: চীনা মুখপাত্র
2022-11-07 18:49:30

নভেম্বর ৭: চীনের কমিউনিস্ট পার্টির বিংশতম জাতীয় কংগ্রেসের পর অনুষ্ঠিত প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মেলা হিসেবে পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলার ওপর অনেকে দৃষ্টি রাখছে। ঠিক যেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, আমদানি মেলা চীনের নতুন উন্নয়নের কাঠামো গঠনের জানালা, উচ্চ মানের উন্মুক্তকরণ বেগবানের প্ল্যাটফর্ম, এবং বিশ্বের কাছে অভিন্ন গণপণ্যে পরিণত হয়েছে।

 

চীন বিভিন্ন পক্ষ ও দেশের জন্য চীনের বড় বাজার ভোগের সুযোগ, ব্যবস্থামূলক উন্মুক্তকরণের সুযোগ এবং আন্তর্জাতিক সহযোগিতা গভীর করার সুযোগ সৃষ্টি করবে। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

 

চাও লি চিয়ান বলেন, উন্মুক্তকরণ এবারের মেলার মূল সুর। মেলায় মোট ১৪৫টি দেশ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করছে। তাতে রয়েছে উন্নত দেশ, উন্নয়নশীল দেশ এবং সর্বনিম্ন উন্নত দেশ। নিকারাগুয়া, জিবুতি, আইসল্যান্ডসহ ৮টি দেশ প্রথমবারের মতো এ মেলায় অংশ নিচ্ছে। তাছাড়া, ১২৭টি দেশ ও অঞ্চলের অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান-বাণিজ্য প্রদর্শনীতে অংশ নিচ্ছে। তাতে রয়েছে বিশ্বের শীর্ষ ৫০০ প্রতিষ্ঠানের ২৮০টি এবং নানা শিল্পের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। আরসিইপি’র সদস্য দেশগুলোও তাতে অংশ গ্রহণ করেছে। ‘এক অঞ্চল, এক পথ’ সংশ্লিষ্ট দেশ এবং শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের মধ্যে অংশগ্রহণকারী দেশের সংখ্যা গতবারের মেলার তুলনায় এবার অনেক বেড়েছে।

 

চাও লি ছিয়ান আরও বলেছেন, উন্মুক্তকরণ আমদানি মেলার সৌন্দর্য এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের আশাআকাঙ্খা। সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনে বলা হয়েছে, চীন অব্যাহতভাবে উন্মুক্তকরণের মূলনীতিতে অবিচল থাকবে। চীন ভবিষ্যতমুখী দরজা আরও উন্মুক্ত করবে।

(রুবি/এনাম/শিশির)