বিভিন্ন পক্ষের মতৈক্যের প্রতিফলন উহান ঘোষণা
2022-11-07 16:31:57

নভেম্বর ৭: জলাভূমি-বিষয়ক কনভেনশনে স্বাক্ষরকারীদের ১৪তম সম্মেলন গতকাল (রোববার) বিকেলে চীনের হু বেই প্রদেশের উহান শহরে সমাপ্ত হয়েছে।

 

সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘উহান ঘোষণা’ গৃহীত হয়েছে। তাতে দৃঢ় ইচ্ছা এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন জলাভূমির সুরক্ষা, পুনরুদ্ধার, ব্যবস্থাপনা এবং যৌক্তিক ও টেকসই ব্যবহার বেগবান করতে সকল পক্ষকে আহ্বান জানানো হয়।

 

ঘোষণায় বলা হয়, জলাভূমি-বিষয়ক কনভেনশন স্বাক্ষরের ৫১ বছরে জলাভূমির সুরক্ষায় বিভিন্ন পক্ষ অনেক প্রচেষ্টা চালালেও বিশ্বের জলাভূমির আয়তন ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে।

 

এবারের সম্মেলনের প্রধান ফলাফল হিসেবে ‘উহান ঘোষণা’ আন্তর্জাতিক সমাজের উচ্চ পর্যায়ের মনোযোগ আকর্ষণ করেছে। একই দিন রাতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে স্টেট ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় কেন্দ্রের নির্বাহী উপ-পরিচালক ওয়াং ছুন ফোং বলেন, ‘উহান ঘোষণা’ হলো বিভিন্ন পক্ষের অভিন্ন ইচ্ছা ও কার্যকলাপের মতৈক্য এবং বিভিন্ন দেশের প্রতি আহ্বান। এতে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে চীনের দায়িত্ব এবং বিশ্ব জলাভূমির সুরক্ষা ও যৌক্তিক ব্যবহারে চীনের নেতৃত্ব প্রতিফলিত হয়েছে।

 

সম্মেলনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন প্রতিনিধি সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাতকারে বলেন, জলবায়ুর মোকাবিলা হলো বিশ্বের সম্মুখীন অভিন্ন চ্যালেঞ্জ। শুধুমাত্র সমন্বয় ও সহযোগিতা জোরদার করার মাধ্যমেই কার্যকরভাবে বিশ্ব জলাভূমির অবক্ষয়ের ফলে সৃষ্ট পদ্ধতিগত ঝুঁকিগুলোকে দমন করা যেতে পারে।

লিলি/এনাম/শিশির