শাংহাইয়ে পঞ্চম ডব্লিউএলএ ফোরাম শুরু
2022-11-07 11:37:42

নভেম্বর ৭: গতকাল (রোববার) পঞ্চম ডব্লিউএলএ (ওয়ার্ল্ড লরিয়েট অ্যাসোসিয়েশন) ফোরাম শাংহাইয়ে শুরু হয়। আন্তর্জাতিক বিজ্ঞান বিনিময় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা এবং বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিকে আরো ভালোভাবে মানবজাতির কল্যাণে কাজে লাগানো এ ফোরামের লক্ষ্য।

ফোরামের আওতায় ‘কার্বন সম্মেলন’, ‘আন্তর্জাতিক যৌথ পরীক্ষাগার ধারাবাহিক ফোরাম’ এবং ‘খাদ্য ও টেকসই কৃষি উন্নয়ন ফোরাম’-সহ ২১টি অনুষ্ঠান আয়োজিত হবে। ২০টির বেশি দেশ ও অঞ্চলের ৬০ জন শীর্ষ বিজ্ঞানী অনলাইন ও অফলাইনের মাধ্যমে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের মধ্যে ২৭ জন নবেল পুরস্কার বিজয়ী।

ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ওয়ার্ল্ড লরিয়েট অ্যাসোসিয়েশন (ডব্লিউএলএ) পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ডব্লিউএলএ, চীন বিজ্ঞান ও প্রযুক্তি সমিতি, এবং চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি)-র যৌথ উদ্যোগে এবারের ফোরাম আয়োজিত হয়েছে। (প্রেমা/আলিম/ছাই)