জলাভূমি অধিবেশন হবে নতুন সূচনা: চীনা মুখপাত্র
2022-11-07 18:46:42

নভেম্বর ৭:  জলাভূমি চুক্তি স্বাক্ষরকারীদের ১৪তম অধিবেশন সম্প্রতি চীনের উহান ও সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়েছে।

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। এ প্রসঙ্গে আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, চলতি বছর হল চীনের জলাভূমি চুক্তি স্বাক্ষরের ৩০তম বার্ষিকী। এ চুক্তিতে স্বীকৃতি-প্রাপ্ত ৪৩টি জলাভূমি সিটির মধ্যে ১৩টি সিটি চীনের, যা বিশ্বে সর্বোচ্চ।

 

তিনি বলেন, চীন সরকার অব্যাহতভাবে জলাভূমি সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে আসছে এবং তাতে বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের গুরুত্ব দেখা যায়।

জলাভূমিকে পৃথিবীর কিডনি হিসেবে গণ্য করা হয়, যা বন ও সমুদ্রের সঙ্গে পৃথিবীর তিনটি প্রাকৃতিক ব্যবস্থার অন্যতম। চাও লি ছিয়ান আরও বলেন, গতকাল (রোববার) অধিবেশনে উহান ঘোষণা গৃহীত হয়। এ ঘোষণায় বিভিন্ন পক্ষের মতৈক্য ও বিশ্বব্যাপী সদিচ্ছার প্রতিফলন হয়েছে।

 

তিনি বলেন, অধিবেশনটি বিভিন্ন দেশের জলাভূমি সংরক্ষণের নতুন সূচনা সৃষ্টি করবে এবং মানব জাতি ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থানের নতুন পর্দা খুলবে বলে আশা করে চীন।

(রুবি/এনাম/শিশির)