‘একত্রে ইন্টারনেটে অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত
2022-11-07 15:27:36

নভেম্বর ৭: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (সোমবার) প্রকাশ করেছে ‘একত্রে ইন্টারনেটে অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠন’ শীর্ষক শ্বেতপত্র।

 

এতে বলা হয়, চীন মানুষকে কেন্দ্র করে প্রযুক্তির ভাল ব্যবহার নিশ্চিত করেছে। আন্তর্জাতিক চাহিদার ইতিবাচক প্রতিক্রিয়ায় ডিজিটাল ব্যবধান কমাতে চেষ্টা করছে। দুর্বল গ্রুপের সমর্থন ও সহায়তা জোরদার এবং ইন্টারনেটের উন্নয়ন থেকে নানা দেশ ও অঞ্চলের মানুষ উপকৃত হতে পারে।

 

শ্বেতপত্রে বলা হয়, চীন ইন্টারনেটের মাধ্যমে নিজের দারিদ্র্যমুক্তি বাস্তবায়ন করার পাশাপাশি প্রযুক্তিগত পদ্ধতির মাধ্যমে উন্নয়নশীল দেশের সবচেয়ে দরিদ্র অঞ্চল ও কম জনসংখ্যার অঞ্চলে ব্রডব্যান্ড অ্যাক্সেস বাড়াতে সাহায্য করেছে।

 

স্বল্পোন্নত দেশের জন্য বহনযোগ্য ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করেছে। করোনা মহামারি শুরুর পর চীন গবেষণা ও পূর্বাভাস তথ্য প্ল্যাটফর্ম, মহামারী প্রতিরোধের জন্য আউটবাউন্ড কল রোবটসহ নানা ডিজিটাল পণ্য নানা দেশের মহামারি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা পালন করেছে। (শিশির/এনাম/রুবি)