জি-৭-কে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধের তাগিদ দিল চীন
2022-11-07 19:10:44

নভেম্বর ৭: সম্প্রতি জি-৭ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীগণ জার্মানির মুনস্টারে তাইওয়ান, হংকং, সিনচিয়াং ও তিব্বতসহ চীনের অভ্যন্তরীণ বিষয়ে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন এ বিবৃতি প্রসঙ্গে বলেন, হংকং, সিনচিয়াং ও তাইওয়ানসহ নানা বিষয়ে চীনের অবস্থান বরাবরের মতো এক এবং স্পষ্ট। জি-৭ গোষ্ঠীর এই যৌথ বিবৃতিতে চীনের কঠোর মনোভাব ও বাস্তবতা উপেক্ষা করা হয়েছে। অভদ্রভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে চীনের মুখে কালিমা লেপন করা হয়েছে। চীনের এতে তীব্র অসন্তোষ এবং বিরোধিতা প্রকাশ করেছে।

চীনা মুখপাত্র বলেন, চীন জাতিসংঘ সনদ এবং সত্যিকার বহুপক্ষবাদ অনুসরণ করে আসছে। চীন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছে। জি-৭ গোষ্ঠীকে স্নায়ুযুদ্ধের চিন্তাধারা এবং আদর্শগত পক্ষপাত বন্ধ করতে, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করতে, মিথ্যাচার বন্ধ করতে এবং আঞ্চলিক দ্বন্দ্ব বন্ধ করার তাগিদ দিয়েছে চীন, যাতে বৈশ্বিক সহযোগিতায় কল্যাণকর পরিবেশ তৈরি হয়।

লিলি/এনাম/শিশির