মিশরে শুরু কপ-২৭
2022-11-07 15:19:18


নভেম্বর ৭: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন স্বাক্ষরকারীদের ২৭তম সম্মেলন (কপ ২৭) গতকাল (রোববার) মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত হয়েছে।

 

সম্মেলনে অংশগ্রহণকারীরা আশা করে সরকার, কোম্পানি ও সাধারণ মানুষ একসাথে প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে পরিণত করবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যত দ্রুত সম্ভব তাপমাত্রা বৃদ্ধির গতি ধীর করবে, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি করবে, সবুজ উন্নয়ন এগিয়ে নেবে।

 

মিশরের পররাষ্ট্রমন্ত্রী ও কপ-২৭-এর চেয়ারম্যান সামেহ হাসান শৌকরি উদ্বোধন অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে বলেছেন, জলবায়ু পরিবর্তন মানুষের জীবনযাপনের ওপর হুমকি সৃষ্টি করছে এবং শিল্পের টেকসই-বিহীন উন্নয়ন পদ্ধতির পরিবর্তন হতে হবে।

 

তিনি বলেন, চলতি বছর আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা মহাদেশের নানা জায়গা চরম আবহাওয়ার শিকার হয়েছে এবং আন্তর্জাতিক সমাজের উচিৎ আরও প্রতিরোধক ব্যবস্থা নেয়া, প্রতিশ্রুতি পালন করা এবং দ্রুত পদক্ষেপ নেয়া। (শিশির/এনাম/রুবি)