গত ১০ মাসে চীনে আমদানি-রপ্তানি বেড়েছে ৯.৫ শতাংশ
2022-11-07 15:32:20

নভেম্বর ৭: আজ (সোমবার) চীনের শুল্ক সদরদপ্তর সূত্রে জানা গেছে, গত ১০ মাসে চীনে আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ৩৪.৬২ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৫ শতাংশ বেশি। এর মধ্যে রপ্তানির পরিমাণ ছিল ১৯.৭১ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। আমদানির পরিমাণ ছিল ২২.০৯ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.২ শতাংশ বেশি।  তাতে দেখা যাচ্ছে, চীনের বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীল বৃদ্ধি অব্যাহত রয়েছে।

 

গত দশ মাসে চীনের ইলেক্ট্রনিক পণ্য, বিশেষ করে হাইটেক পণ্য, রপ্তানিতে অসামান্য পারফরমেন্স করেছে। শুল্ক বিভাগের পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ১০ মাসে চীনে ইলেক্ট্রনিক পণ্যের রপ্তানির পরিমাণ ছিল ১১.২৫ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৬ শতাংশ। এর মধ্যে ইলেক্ট্রনিক গাড়ি, লিথিয়াম ব্যাটারি ও সোলার ব্যাটারির রপ্তানির পরিমাণ যথাক্রমে ১১৬.২, ৮৭.১ ও ৭৮.৬ শতাংশ বেড়েছে।

 

পরিসংখ্যান থেকে আরও জানা গেছে, প্রধান বাণিজ্যিক অংশীদারের সঙ্গে চীনের আমদানি-রপ্তানির পরিমাণ বৃদ্ধি বজায় থাকার পাশাপাশি ‘এক অঞ্চল, এক পথ’ বরাবর দেশগুলোর সঙ্গে এবং আরইসিপির ১৪টি সদস্য দেশের সঙ্গে আমদানি রপ্তানি পরিমাণ যথাক্রমে ২০.৯ ও ৮.৪ শতাংশ বেড়েছে।

 

চীনের শুল্ক সদরদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ বিভাগের মহাপরিচালক লি কুই ওয়েন বলেছেন, বর্তমানে ‘এক অঞ্চল, এক পথ’ জনপ্রিয় গণপণ্য এবং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। গত ১০ মাসে ‘এক অঞ্চল, এক পথ’ বরাবর দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা নিখিল চীনের মোট বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধির চেয়ে ১১.৪ শতাংশ বেশি।

 

(রুবি/এনাম/শিশির)