আন্তর্জাতিক বাঁশ ও বেত সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীতে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন
2022-11-07 16:23:45

নভেম্বর ৭: আজ (সোমবার) আন্তর্জাতিক বাঁশ ও বেত সংস্থা প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকীতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব বাঁশ এবং বেত সম্মেলনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

 

সি চিন পিং বলেছেন, এ সংস্থা প্রতিষ্ঠার পর থেকে বাঁশ ও বেত সম্পদের সংরক্ষণ, উন্নয়ন ও ব্যবহারে কাজ করে আসছে। তা বৈশ্বিক প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করছে।

 

তিনি বলেন, চীন সরকার ও এ সংস্থা একসাথে বিশ্ব উন্নয়ন প্রস্তাব বাস্তবায়ন করে প্লাস্টিকের বদলে বাঁশ ব্যবহারের প্রস্তাব উত্থাপন করেছে। তা প্লাস্টিক দূষণ কমানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জাতিসংঘ-২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন এগিয়ে নেবে।

 

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন  প্রাকৃতিক সভ্যতা নির্মাণ জোরদার করেছে। মানুষ ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থান ধারণায় অবিচল রয়েছে। নানা পক্ষের সঙ্গে  মানব জাতি ও প্রকৃতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিষ্কার এবং সুন্দর বাড়ি তৈরি করতে চায় চীন। (শিশির/এনাম/রুবি)