যে কারণে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান সিআইআইই-তে অংশগ্রহণ করে থাকে
2022-11-07 15:26:05

নভেম্বর ৭: পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) শাংহাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। ২০১৮ সালে প্রথম বার সিআইআইই আয়োজিত হয়। চীনের বিশাল বাজার ও প্রতিশ্রুতিশীল অর্থনীতি সিআইআইই-তে অংশগ্রহণের জন্য ক্রমবর্ধমান হারে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করে চলেছে। এবারের মেলায় মোট ১৪৫টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে।

এবারের মেলায় বেশকিছু নতুন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মার্কিন প্রতিষ্ঠান গিলিড সায়েন্সেস বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি। কোম্পানির ভাইস চেয়ারম্যান ও চীনে জেনারেল ম্যানেজার চিন ওয়ান ছিয়ান বলেন, তাঁর কোম্পানি প্রথম বার সিআইআইসি-তে অংশ নিচ্ছে। তবে, কোম্পানিটি চীনের ফার্মাসিউটিক্যাল বাজারের দ্রুত উন্নয়নের সাক্ষী হয়েছে আগেই। তিনি আশা করেন, সিআইআইই-র প্রভাবের সাহায্যে কোম্পানিটি চীনা বাজারে আরও প্রসার লাভ করবে। তিনি বলেন,

“আমরা প্রথম বার সিআইআইসি-তে অংশ নিচ্ছি। এ ধরণের উন্মুক্ত প্ল্যাটফর্মে আমরা আমাদের নতুন পণ্য তুলে ধরতে পারি। এটা আমাদের জন্য আন্দের ব্যাপার। চীন হলো আমাদের কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। চীনে ব্যবসা সম্প্রসারণের ব্যাপারে আমাদের আস্থা ও সংকল্প আছে। আমরা চীনে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

সিআইআইই ব্যুরোর উপপরিচালক সুন ছেং হাই সম্প্রতি বলেন, এবারের মেলায় ১২৭টি দেশ ও অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা অংশ নিচ্ছে। এর মধ্যে ৬৬টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংস্থা জাতীয়ভাবে প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এ সংখ্যা গতবারের চেয়ে বেশি। বিশ্বের সেরা ৫০০টি শক্তিশালী প্রতিষ্ঠানের মধ্যে ২৮৪টি এবারের মেলায় অংশ নিচ্ছে।

উন্নত দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়া, বিভিন্ন উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের প্রতিষ্ঠানও সিআইআইসি’র মধ্য দিয়ে চীনা বড় বাজারের সুযোগ কাজে লাগাতে চায়।  কিরিবাতি ফিশারিজ কোম্পানি হলো কিরিবাতির বৃহত্তম উদ্যোগ। কোম্পানিটি এবারের মেলায় অংশ নিচ্ছে। কোম্পানিটির সিওও বলেন,

“আমরা জানি যে, চীনে বৃহত্তর সিফুড শিল্প আছে। আমরা চীনা বাজারে প্রবেশ করতে চাই। আমরা সিআইআইই’র মধ্য দিয়ে চীনের অংশীদার হতে চাই।”

আরসিইপি’র সকল সদস্যদেশ এবারের মেলায় অংশ নিচ্ছে। এবারের মেলায় ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট বিভিন্ন দেশ ও শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর অংশগ্রহণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিকারাগুয়া, জিবুতি, মৌরিতানিয়া, কমোরোস, মোজাম্বিক, কঙ্গো (ডিআরসি), ইরাক ও আইসল্যান্ড এ বছর প্রথম বারের মতো সিআইআইই-তে অংশ নিচ্ছে।

চীনের আন্তর্জাতিক ইস্যু গবেষণালয়ের উপ-গবেষক সু সিয়াও হুই বলেন, অধিক থেকে অধিকরত বিদেশি প্রতিষ্ঠান সিআইআইই’র ওপর মনোযোগ দিচ্ছে। সিআইআইই হলো বহুমুখী ও সমন্বিত একটি উন্মুক্ত সহযোগিতার প্ল্যাটফর্ম। সু সিয়াও হুই আরও বলেন,

“চীন বরাবরই উন্নয়নশীল বিভিন্ন দেশ, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করতে চায়, যাতে এসব দেশ অর্থনীতির বিশ্বায়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারে। সিআইআইই হলো উন্নয়নশীল দেশগুলোর সংশ্লিষ্ট শিল্প ও সরবরাহ চেইনে অংশ নেওয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রথম সিআইআইই থেকে চীন অব্যাহতভাবে বিভিন্ন উন্নয়নশীল দেশ, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিভিন্ন সুবিধা সরবরাহ করে আসছে। এটি মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার জন্য সহায়ক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)