আরও দৃঢ়ভাবে উন্মুক্তকরণ এগিয়ে নেবে চীন
2022-11-06 15:55:27

নভেম্বর ৬: ‘চীনের উন্নয়নের নতুন নকশা এবং বৈশ্বিক উন্নয়নের নতুন সুযোগ’ শিরোনামে পঞ্চম হোংছিও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের শাখা ফোরাম গতকাল (শনিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় কমিটির প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী লি শু লেই এতে ভাষণ দেন।

 

ভাষণে লি শু লেই বলেন, চীনের পঞ্চম আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যে  গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন- তা গভীর স্পষ্ট করে ব্যাখ্যা করেছে যে, মানব সভ্যতার অগ্রগতির জন্য উন্মুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি এবং বিশ্বের সমৃদ্ধি ও বিকাশের একমাত্র উপায়।

 

তিনি বলেন, এতে চীনের উন্মুক্ততা সম্প্রসারণের প্রস্তাব সম্প্রচার করা হয়েছে এবং বিশ্বের সাথে উন্নয়নের সুযোগ ভাগ করে নেওয়ার ক্ষেত্রে চীনের আন্তরিকতা ফুটে উঠেছে। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

লি শু লেই বলেন, বিগত ১০ বছরে নতুন যুগে চীন বিশ্বের সঙ্গে যোগাযোগ বিকশিত করেছে। নিজেকে উন্নত করার সাথে সাথে বিশ্বের জন্যও কল্যাণ সৃষ্টি করেছে।

 

তিনি আরও বলেন, সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনরুদ্ধারের মহান নকশা তৈরি করেছে। বিভিন্ন দেশের সঙ্গে বিনিময় জোরালো করে আধুনিকায়নের পথে যেতে ইচ্ছুক চীন।

 

চীনা মন্ত্রী বলেন, চীন দৃঢ়ভাবে জনগণের কল্যাণ বাড়াবে, উচ্চ গুণগত মানের উন্নয়নকে এগিয়ে নেবে, উচ্চ মানের বৈদেশিক উন্মুক্ততা সম্প্রসারণ করবে, শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলবে, বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়নে আরও বেশি প্রাণশক্তি ও চালিকাশক্তি যোগাবে এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় আরও বেশি নিশ্চয়তা প্রদান করবে।

 

উল্লেখ্য, চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উদ্যোগে সিজিটিএনসহ বেশ কয়েকটি সংস্থার যৌথ সাহায্যে অনুষ্ঠিত হয় এবারের শাখা ফোরাম। প্রায় ৬০টি দেশ ও অঞ্চলের দু’শতাধিক দেশি-বিদেশি প্রতিনিধি অন-লাইনে ও সরাসরি এতে অংশ নিয়েছেন।

 

লিলি/এনাম/রুবি